হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ভবিষ্যত পরিকল্পনা
- ১. দুঃস্থ ও অসাহয় হাফেজদের জন্য আরবী, বাংলা ও ইংরেজী হস্তলিপি/কিতাবাত ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণেল ব্যবস্থা করে এবং আরবী ও ইংরেজী কথোপকথন প্রশিক্ষণের ব্যবস্থা কের তাদেরকে আর্থিক সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ গ্রহণ করা।
- ২. হিফজ সমাপনেরপর হাফেজদেরকে উচ্চতর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রতি উৎসাহিত করা। এতমি-গরীব এবং মেধাবী ছাত্রদের জন্য প্রয়োজনীয় সাহয্য-সহযোগিতা ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা।
- ৩. হিফজ-তাফসীর বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, মাহফিল এবং সেমিনারের আয়োজন করা।
- ৪. দেশের সর্বস্তরের মানুষকে মসজিদমূখী করা এবং মসজিদভিত্তিক বিভিন্ন প্রকার শিক্ষা ও সেবামূলক কর্মসূচী গ্রহণ করা।